Site icon Jamuna Television

বাদল রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ঢাকেশ্বরী মন্দিরে

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে ঢাকেশ্বরী মন্দিরে।

এই অনুষ্ঠানে কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লিগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক ও সংসদ সদস্য অসীম কুমার উকিল ও ক্রীড়া সম্পাদক হারুন অর রশীদসহ সাবেক তারকা ফুটবলাররা। এই আয়োজনে বাদল রায়ের বর্ণাঢ্য জীবন নিয়ে ছিলো আলোকচিত্র প্রদর্শনী।

উল্লেখ্য, ২২ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন বাদল রায়। জাতীয় দলের এই কিংবদন্তি ফুটবলার টানা ১২ বছর দায়িত্ব পালন করেছেন বাফুফের সহ-সভাপতি হিসেবে।

Exit mobile version