Site icon Jamuna Television

গাজীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকায় স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সজিব মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

জানা গেছে, কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার সজিব মিয়া স্ত্রী মর্জিনাকে নিয়ে গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকায় ভাড়া বাসায় থেকে অন্যত্র কাজ করতেন। গতকাল রোববার বিকেলে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী সজিব মিয়া স্ত্রী মর্জিনাকে এলোপাথাড়ি পিটায়। গুরুতর আহত অবস্থায় স্ত্রী মর্জিনাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনায় অভিযুক্ত স্বামী সজিব মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version