Site icon Jamuna Television

মাগুরা মুক্ত দিবসে লাঠি খেলা ও মোমবাতি প্রজ্বলন

মাগুরা প্রতিনিধি:

নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার বিকেলে স্থানীয় নোমানী ময়দানে সোনালী অতীত ক্লাবের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের চৌরঙ্গীমোড়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু প্রমুখ।

ইউএইচ/

Exit mobile version