Site icon Jamuna Television

জাতীয় দলের ফুটবলার সুফিল বিয়ে করলেন ক্রিকেটার অর্থিকে

কাতার থেকে দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে বসলেন জাতীয় দলের ফুটবলার মাহবুবুর রহমান সুফিল। পাত্রী মোহামেডানের নারী ক্রিকেটার জিন্নাত আছিয়া অর্থি। তিনি মোহামেডানের উইকেটকিপার। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসিন্দা আলমগীর হোসেনের মেয়ে।

সুফিলের ক্যারিয়ার বদলে গিয়েছিল স্বাধীনতা কাপ দিয়ে। তার নেতৃত্বেই চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। ক্লাবটির ৬০ বছরের ইতিহাসে যা ছিল প্রথম শিরোপা।

প্রায় এক যুগ আগে বগুড়ার প্রয়াত ক্রিকেট প্রশিক্ষক মোসলেম উদ্দিনের হাত ধরে ক্রিকেটে অভিষেক জিন্নাত আছিয়ার। এরপর শহীদ চান্দু স্টেডিয়াম থেকে ভর্তির সুযোগ পান বিকেএসপিতে। সেখানেই পরিচয় ফুটবলার মাহবুবুর রহমানের সঙ্গে। এরপর হৃদয়ের লেনাদেনা। সোমবার সেই সম্পর্কের শুভ পরিণতি।

পারিবারিক সম্মতিতেই সোমবার বিয়ের আনুষ্ঠানিকতার প্রথম পর্ব আয়োজন করা হয় বগুড়া শহরের শেরপুর সড়কের একটি চায়নিজ রেস্টুরেন্টে। সেখানে দুই পক্ষের অভিভাবক ছাড়াও দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ইউএইচ/

Exit mobile version