Site icon Jamuna Television

শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তানে বেসামরিক হত্যাকাণ্ড বেড়েছে ৩৩০ শতাংশ পর্যন্ত

আফগানিস্তানে শান্তি আলোচনার মধ্যেই, ২০১৭ সালের তুলনায় ২০১৯ বেসামরিক হত্যাকাণ্ড বেড়েছে ৩৩০ শতাংশ পর্যন্ত। সোমবার, যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অব ওয়ার প্রজেক্টের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

এতে বলা হয়, গেলো বছর দেশের বিভিন্ন অঞ্চলে হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৭০ জন বেসামরিক নাগরিক। অথচ সেসময় আফগান সরকার ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী- তালেবান দফায় দফায় বৈঠকে বসছিল।

চলতি বছর ফেব্রুয়ারিতে তালেবানের সাথে শান্তিচুক্তিতে পৌঁছানোর পর আফগান ভূখণ্ডে বিমান হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্র। বিপরীতে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করে আফগান সশস্ত্র বাহিনী।

Exit mobile version