Site icon Jamuna Television

দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আ’লীগ

দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রী করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল ১১ টায় ধানমণ্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।

এসশয় প্রায় প্রতিটি পৌরসভাতেই একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল দলীয় বিজ্ঞপ্তি বলা হয়, স্বাস্হ্যবিধি মেনে জনসমাগম না করে প্রার্থী নিজে বা প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দিতে। ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে ফরম বিতরণ ও জমা নেওয়ার কার্যক্রম।

এর আগে ২৫টি পৌরসভার নির্বাচনের মনোনয়র দেয়া হয় ।

Exit mobile version