Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার মামলায় প্রধান দুই অভিযুক্তের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার মামলায় প্রধান দুই অভিযুক্ত আবু বকর আর নাহিদকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর দুই শিক্ষক আল আমিন ও ইউসুফকে রিমান্ড দেয়া হয়েছে ৪ দিন করে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া জেলা কারাগার থেকে চার আসামিকে নেয়া হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দৌলতপুর আমলি আদালতে। বিচারক এনামুল হকের আদালতে তাদের রিমান্ড শুনানি হয়।

এসময়, মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার এসআই নিশিকান্ত সরকার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্ত মাদরাসা ছাত্র আবু বকর ও নাহিদের ১০ দিন করে এবং শিক্ষক ইউসুফ ও আল আমিনের সাত দিন করে রিমান্ড চান। শুনানিতে অভিযুক্ত দুই ছাত্রের ৫ দিন ও দুই শিক্ষকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

শুক্রবার মধ্যরাতে শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ।

Exit mobile version