Site icon Jamuna Television

বঙ্গবন্ধু কোন দলের নয়: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধায় সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কোন দলের নয়। তাকে অবমাননার অপপ্রয়াস রুখে কর্মকর্তা, কর্মচারীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার। যেসব জায়গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নেই সে জায়গাগুলোর সমস্যার সমাধান করা হবে শিগগিরই। দূরদূরান্তের অঞ্চলগুলোয় বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে।

Exit mobile version