Site icon Jamuna Television

আমাদের দেশে শত বছরের ভাস্কর্য আছে: আমিরাতের দূতাবাস কর্মকর্তা

শত বছর ধরেই আমাদের দেশে ভাস্কর্য আছে বলে জানালেন আরব আমিরাত দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল আলহামুদি। মঙ্গলবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, আরব আমিরাতে অনেক ভাস্কর্য আছে। শত বছর ধরে আমাদের দেশে ভাস্কর্য আছে। আমরা মনে করি এটা আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের সাথে সম্পর্কিত সৌদির নানা বিষয় নিয়ে আলোচনা করেন আলহামুদি। এসময় করোনা মহামারির পর বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রম ভিসা অনেকটা সহজ হবে বলেও জানান তিনি।

এসময় তথ্যমন্ত্রী বলেন, আরব আমিরাত ও বাংলাদেশ একই বছরে স্বাধীন হয়েছে। দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র তারা। সেখানে আমাদের অনেক শ্রমিক আছে। তাদের বিনিয়োগের আহ্বান জানিয়েছে। তারা দেশে ফুড প্রসেসিং কারখানা করতে চায়।

Exit mobile version