Site icon Jamuna Television

কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিনগান দিয়ে হত্যা করা হয় ইরানের পরমাণু বিজ্ঞানীকে

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘উপগ্রহ নিয়ন্ত্রিত মেশিনগান’ ব্যবহার করে হত্যা করা হয়েছে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে। সোমবার দেশটির রেভুল্যুশনারি গার্ড নিশ্চিত করেছে এ তথ্য।

জানানো হয়, কোনো মানব হামলাকারী ছিলো না ঘটনাস্থলে। কেবল ফাখরি-জাদেহ’কে লক্ষ্য করেই কয়েকটি গুলি ছোড়া হয়। অথচ ১০ ইঞ্চি দূরে থাকা তার স্ত্রীর গায়ে লাগেনি কোনো আঘাত।

অবশ্য নিরাপত্তা প্রধানের মাথায় ৪টি গুলি লাগে কারণ তিনি বিজ্ঞানীকে বাঁচাতে যান। গত ২৭ নভেম্বর তেহরানে নিহত হন এ পরমাণু বিজ্ঞানী। শুরু থেকেই ইসরায়েলকে দোষারোপ করছে ইরান।

ইউএইচ/

Exit mobile version