Site icon Jamuna Television

ইরানে মৌসুমি বন্যায় ৭ জনের মৃত্যু

ইরানের দক্ষিণাঞ্চলে মৌসুমি বন্যায় সাতজন প্রাণ হারিয়েছেন। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইআরএনএ’-এ খবর দিয়েছে। খবর এএফপির।

ইরান রেড ক্রিসেন্টের উদ্ধার ও জরুরি অপারেশনের প্রধান মাহদি ভালিপউরের উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানায়, বুশাহর ও হরমজগানে এসব প্রাণহানির ঘটনা ঘটে। ভালিপউর জানান, ইজফাহান, ইয়াজদ, ফার্স ও তেহরান প্রদেশেও বন্যা দেখা দিয়েছে।

তিনি আরও জানান, রেড ক্রিসেন্টের কর্মীরা গত ২৪ ঘণ্টায় এক হাজারেরও বেশি মানুষকে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করেছে। বিশেষ করে নভেম্বরে ইরানের বিভিন্ন শুষ্ক এলাকায় ভারী বর্ষণ হয়ে থাকে।

এতে শুষ্ক এলাকার জনগণ কিছুটা স্বস্তি পেলেও গত কয়েক দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় কর্তৃপক্ষের উদ্বেগ বাড়ছে।

ইউএইচ/

Exit mobile version