Site icon Jamuna Television

সড়ক প্রশস্তকরণে বাড়িঘর ভাঙচুর, ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

গাজীপুর সিটির টঙ্গীর দত্তপাড়া ও বনমালা এলাকায় সড়ক প্রশস্তকরণে ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

গাজীপুর সিটি কর্পোরেশনের নেয়া উন্নয়ন প্রকল্পে বিভিন্ন রাস্তা ২০ ফুট ও ২৫ ফুট প্রশস্তকরণে অনেকের ঘরবাড়ি ভাঙতে নির্দেশ দেয়া হয়। ইতোমধ্যে ভেঙে দেয়া হয়েছে অনেক বাড়ি। মেয়রের দেয়া নির্দেশকে এলাকাবাসী সাধুবাদ জানালেও ক্ষতিপূরণের দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন করে এলাকার সর্বস্তরের জনতা। অনেকের শেষ সম্বল এক দেড় কাঠা জমি, সবই রাস্তায় চলে যাচ্ছে। ফলে ভিটেবাড়ি হারাচ্ছেন অনেকে।

মানববন্ধনে ভুক্তভোগীরা সরকারি নীতিমালা অনুযায়ী উন্নয়ন করে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে উন্নয়ন করার জন্য আহ্বান জানান। মানববন্ধন শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস ঘেরাও করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। পরে, ওয়ার্ড সচিবের আশ্বাসে চলে আসেন তারা।

Exit mobile version