Site icon Jamuna Television

হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া

তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১২ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় ভারত। মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতে ১৮৬/৫ রান করে ১২ রানে জয় পায় অ্যারন ফিঞ্চের দল।

এর আগে তিন ম্যাচর ওয়ানডে সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগ পেয়েও তা হাতছাড়া করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় অসিরা।

মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে ওপেনার ম্যাথু ওয়েড ও গ্লেন ম্যাক্সওয়েলের জোড়া ফিফটিতে ৫ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে অস্ট্রেলিয়া। দলের হয়ে ৫৩ বলে সর্বোচ্চ ৮০ রান করেন ম্যাথু ওয়েড। ৩৬ বলে ৫৪ রান করেন ম্যাক্সওয়েল।

টার্গেট তাড়া করতে নেমে বিরাট কোহলির একার লড়াইয়ে শেষ পর্যন্ত ১৭৪/৭ রান করতে সক্ষম হয় ভারত। দলের হয়ে ৬১ বলে সর্বোচ্চ ৮৫ রান করেন কোহলি। এছাড়া ২৮ ও ২০ রান করেন শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া।

আগামী ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ।

ইউএইচ/

Exit mobile version