Site icon Jamuna Television

একাডেমি কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন শেখ জামাল

একাডেমি কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন শেখ জামাল

একাডেমি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রাজধানীর সিটি ক্লাব মাঠে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১২৬ রানে অল আউট হয় ব্যাংক এশিয়া ক্রিকেট টিম।

জবাবে ১২৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে শেখ জামালের ব্যাটারদের দারুণ ব্যাটিয়ে ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় ধানমন্ডি পাড়ার ক্লাবটি। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলের হয়ে ২৫ বলে ৬৫ রান
করেছেন জেমস। রুবায়েত রহিম করেছেন ৪০ রান। সানজেদুল রহমান নিয়েছেন ২ উইকেট। একটি উইকেট নিয়েছেন মাহিল।

একাডেমি কাপ ক্রিকেটে মোট ২০টি দল অংশ নিয়েছিলো।

Exit mobile version