Site icon Jamuna Television

মেহেদি-আলতা পরেই ওয়েট লিফটিং করছেন দেবলীনা (ভিডিও)

মেহেদি-আলতা পরেই ওয়েট লিফটিং করছেন দেবলীনা

আজ বুধবার বসবে বিয়ের আসর। গ্র্যান্ড শো শুরুর আগে এবার হাতে মেহেদি পরে নিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা কুমার। মেহেদি পরে বিয়ের আগে আবার শরীর চর্চা শুরু করে দেন টলিউডের এই অভিনেত্রী। খবর সংবাদ প্রতিদিনের।

মঙ্গলবার দেবলীনা একটি ভিডিও শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে মেহেদি, আলতা পরে শরীর চর্চা করতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, বিয়ের আগে ওই ভিডিওতে নিজেকে ‘ব্রাইড’ বলেও পরিচয় দেন দেবলীনা কুমার। এছাড়া তার শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ভার নিতে সক্ষম কনে।

দেবলীনার ওয়েট লিফটিং এর ভিডিওটি দেকতে এখানে ক্লিক করুন

গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবলীনা কুমারের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর চর্চা শুরু হয়েছে। প্রথমে জানা যায়, ২৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায় কিন্তু করোনা থাবা বসায় তাদের পরিকল্পনায়।

দেবলীনার মেহেদির ছবি দেখতে এখানে ক্লিক করুন

পরে জানা যায়, ২৫ ডিসেম্বরের পরিবর্তে ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন টলিউডের এই জনপ্রিয় জুটি। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বুধবার সন্ধ্যায় গৌরবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দেবলীনা।

Exit mobile version