Site icon Jamuna Television

এবার স্পেনে করোনায় আক্রান্ত হলো ৪টি সিংহ

এবার স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হলো সিংহ। বার্সেলোনার একটি চিড়িয়াখানায় কমপক্ষে চারটি সিংহের দেহে মিলেছে কোভিড নাইনটিন।

আক্রান্ত সিংহগুলোর মধ্যে একটি পুরুষ এবং অপর তিনটি নারী সিংহ। মৃদু উপসর্গ লক্ষ্য করে করোনার সংক্রমণ সন্দেহে তাদের নমুনা পরীক্ষা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পজেটিভ শনাক্ত হয় চারটি সিংহই। কীভাবে সিংহগুলো করোনায় আক্রান্ত হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, এর আগে করোনা আক্রান্ত হয়েছেন চিড়িয়াখানার দুই কর্মীও। এপ্রিলে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ব্রংক্স চিড়িয়াখানায় করোনায় আক্রান্ত হয় চারটি বাঘ ও তিনটি সিংহ।

ইউএইচ/

Exit mobile version