Site icon Jamuna Television

নারী সেনা নির্যাতনের ঘটনায় ১৪ কর্মকর্তাকে বহিষ্কার মার্কিন সেনাবাহিনীর

যুক্তরাষ্ট্রে নারী সেনাদের ওপর নির্যাতনের ঘটনায় কমান্ডার এবং দলপ্রধানসহ ১৪ কর্মকর্তাকে বহিষ্কার করেছে মার্কিন সেনাবাহিনী।

হত্যা, যৌন নির্যাতন ও হয়রানির মতো গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন আর্মি সেক্রেটারি রায়ান ম্যাকার্থি।

তিনি জানান, টেক্সাসের ফোর্ট হুড সেনা ঘাঁটিতে ঘটেছে এসব ঘটনা। বহিষ্কৃতদের তালিকায় দু’জন মেজর জেনারেল রয়েছেন। চলতি বছরের শুরুতে ঘাঁটিটিতে ভেনেসা জুলিয়েন নামে এক নারী সেনাকে হত্যা করা হয়। বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।

জানা গেছে, এখন থেকে সেনা নিখোঁজের বিষয়টি দেখভালে নতুন নীতি প্রণয়নেরও নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইউএইচ/

Exit mobile version