Site icon Jamuna Television

পারমাণবিক শক্তিসম্পন্ন নতুন বিমানবাহী রণতরী তৈরির ঘোষণা ফ্রান্সের

পারমাণবিক শক্তিসম্পন্ন নতুন বিমানবাহী রণতরী তৈরির ঘোষণা করেছে ফ্রান্স। ২০৩৮ সালের মধ্যে সাগরে নামানো হবে নতুন এই রণতরীটি। এটি নির্মাণে ব্যয় হবে ৮৪০ কোটি ডলার।

জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকানোর কৌশল হিসেবে মঙ্গলবার এ ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন।

বলা হয়, ভবিষ্যৎ রণতরীর প্রপেলার চালাতে ব্যবহার করা হবে পারমাণবিক চুল্লি। এতে ডিজেলচালিত অন্যান্য নৌযানের তুলনায় অনেকটা কমে যাবে কার্বন নিঃসরণ। প্রায় ১ হাজার ফুট দীর্ঘ নতুন এ রণতরীর ওজন হবে ৭০ হাজার টন। ফ্রান্সের বর্তমান রণতরী চার্লস দ্য গলের দেড় গুণ বড় হবে নতুন জাহাজটি। ২০৮০ সাল পর্যন্ত নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ থাকবে এতে।

ইউএইচ/

Exit mobile version