Site icon Jamuna Television

কানাডাতে ‘হিট স্কোয়াড’ পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান সৌদি যুবরাজের

নির্বাসিত সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার উদ্দেশে কানাডায় ‘হিট স্কোয়াড’ পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

অভিযোগকারী সাদ আল-জাবরি সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা দায়ের করেন।
তিনি বলেন, তিন বছর আগে পালিয়ে কানাডা যাওয়ার পর সেখানে তাকে হত্যার চেষ্টা করা হয়। ১০৬ পৃষ্ঠার অভিযোগপত্রে দাবি করেন, সৌদি রাজপরিবারের গোপন ও স্পর্শকাতর অনেক তথ্য জেনে যাওয়ায় তাকে হত্যা করতে চান যুবরাজ।

৩৫ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানের আইনজীবীরা জানিয়েছেন, নিজের অপরাধ ঢাকার কৌশল হিসেবে যুবরাজের বিরুদ্ধে মামলা করেছেন আল-জাবরি।

সৌদি আরবের সাথে বিভিন্ন পশ্চিমা গোয়েন্দা সংস্থার যোগাযোগ রক্ষায় দীর্ঘকাল কাজ করেছেন ৬১ বছর বয়সী জাবরি।

ইউএইচ/

Exit mobile version