কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীত আর কুয়াশায় মানুষজন দুর্ভোগে পড়েছে। আজ বুধবার কুয়াশাচ্ছন্ন সকাল থেকে সূর্যের দেখা মিলছে না।
এই ঠাণ্ডা বাতাসে বিপাকে পড়েছে চরাঞ্চলবাসীসহ খেটে খাওয়া মানুষজন। এতে করে রাস্তা-পথে মানুষের আনা উপস্থিতি খুবই কম ছিল। শীত বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ-শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।
রাজারহাট আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, বুধবার সকালে তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।
ইউএইচ/

