Site icon Jamuna Television

পালস জেট ইঞ্জিনের উচ্চ গতির ড্রোন তৈরির চেষ্টা করেছিল আইএস

পালস জেট ইঞ্জিনের শক্তি সম্পন্ন উচ্চ গতির ড্রোন তৈরির চেষ্টা করেছিল আইএস জঙ্গিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভূখণ্ডে ফেলা ভি-ওয়ান বোমায় ব্যবহার করা হয়েছিল এ ধরনের জেট ইঞ্জিন।

কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের গবেষণা প্রতিবেদনে বলা হয় এ কথা। মধ্যপ্রাচ্যে খেলাফত ঘোষণার পর জঙ্গি-গোষ্ঠীটির অস্ত্র সংগ্রহ ও তৈরির বিস্তারিত তথ্য উঠে এসেছে এ গবেষণায়।

জানা গেছে, অস্ত্র আধুনিকায়ন ও উৎপাদনে যথেষ্ট সক্ষমতা অর্জন করেছিল আইএস। এর আগে বিশ্বের অন্য কোনো অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর এতোটা সক্ষমতা ছিল না বলে জানিয়েছেন প্রধান গবেষক মাইক লুইস।

২০১৪ সালে ইরাক-সিরিয়ার ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে খেলাফত ঘোষণা করে আইএস। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের দীর্ঘ অভিযানে অঞ্চলটি জঙ্গিমুক্ত হয় ২০১৯ সালে।

ইউএইচ/

Exit mobile version