Site icon Jamuna Television

নায়ক-নায়িকা দু’জনেই সমকামী, আসছে রাজকুমার-ভূমির ‘বধাই দো’

কতো সম্পর্কের গল্প নিয়েই তো সিনেমা হলো। এবারে অন্য সম্পর্কগুলির দিকে ফ্রেম ধরতে চাইছে বলিউড। ইংরেজিতে যাকে বলে ‘ল্যাভেন্ডার ম্যারেজ’, সেই নিয়ে বলিউডে এবারের ছবি ‘বধাই দো’ নির্মাণ হতে চলেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, এর মানে হলো, বর ও কনে দু’জনেই সমকামী। কিন্তু সমাজের চোখরাঙানি এড়াতে দু’জন বিয়ে করেন। নিজেদের মধ্যে সেই বিষয়ে বোঝাপড়া থাকে। এই গল্পে মাতবে দর্শক। তার উপরে যদি অভিনেতা ও অভিনেত্রী চূড়ান্ত দক্ষ হন, তা হলে তো আর কথাই নেই। আসতে চলেছে ‘বধাই হো’-র সিকুয়েল ‘বধাই দো’।

রাজকুমার রাও একজন পুলিশ অফিসার। তার থানায় তিনি ছাড়া আর কোনো পুরুষ পুলিশকর্মী নেই। অন্য দিকে ভূমি পেডনেকার একটি স্কুলে শরীরচর্চার শিক্ষক।

রাজকুমার পুরুষদের কামনা করেন, তাদের প্রেমে পড়েন। আর ভূমিও মহিলাদেরই কামনা করেন ও প্রেমে পড়েন। তাদের জোর করে বিয়ে দেওয়া হবে। আর তার পর? তা জানতে গেলে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। হর্ষবর্ধন কুলকারনি পরিচালিত এই ছবির শ্যুটিং শুরু হবে জানুয়ারি মাস থেকে।

ইউএইচ/

Exit mobile version