Site icon Jamuna Television

ফুলবাড়িয়ায় উচ্ছেদ অভিযান; প্রতিবাদে আজও রাস্তায় দোকানিরা

ফুলবাড়িয়ায় উচ্ছেদ অভিযান; প্রতিবাদে আজও রাস্তায় দোকানিরা

ফুলবাড়িয়া মার্কেটে অবৈধ দোকান তৈরি ও দখলে সহযোগীদের বর্জ্যের সাথে তুলনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। যে কোনো দখলের সাথে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার সকালে রাজধানীর দক্ষিণ খিলগাঁওয়ের নন্দিপাড়া ও হাজারীবাগে কালুনগর খাল পরিদর্শন শেষে একথা জানান তিনি। বলেন, যত বাধাই আসুক, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এছাড়া সিটি করপোরেশনের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। বলেন, আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধার করে হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন করা হবে।

Exit mobile version