Site icon Jamuna Television

অনুরাগীদের দিকে নাচের চ্যালেঞ্জ ছুড়ে দিল গুনগুন (ভিডিও)

অনুরাগীদের দিকে নাচের চ্যালেঞ্জ ছুড়ে দিল গুনগুন

‘টুম্পা’র পর এবার ‘সজনা বে সজনা’। বিয়ের আনন্দ যেন সামলাতেই পারছেন না গুনগুন ওরফে তৃণা সাহা। আর তার এই আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে সোশ্যাল মিডিয়ায়। খবর- আনন্দবাজার পত্রিকা।

অভিনেত্রী তৃণা সাহার নাচের ভিডিও তাল মেলাচ্ছে পুরো ইনস্টা দুনিয়া। সম্প্রতি যে ভিডিওটি তিনি পোস্ট করেছেন, সেটিতে তার ‘স্কোয়াড’ তার সঙ্গে নাচছেন। অভিনেত্রী সোনাল মিশ্র এবং প্রিয়ঙ্কা মিত্র। এই ত্রয়ীর নাচের সিরিজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

অভিনেত্রীদের নাচের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

যদিও এবারে শুধু নাচই করলেন না। অনুগামীদের দিকে ছুঁড়ে দিলেন নাচের চ্যালেঞ্জও। ‘নিজের স্কোয়াডের (বন্ধুরা) সঙ্গে নেচে ভিডিও করে আমাদের ট্যাগ করুন। পছন্দ হলে আমাদের স্টোরিতে পোস্ট করব।’ লাল শাড়িতে চমৎকার লাগছে গুনগুনকে। ততটাই নজর কাড়ছে চিনি আর সাজি।

অন্যদিকে গুনগুন ও সৌজন্যর বিয়ে হয়ে গেল মহা আনন্দে। নতুন মেগা খড়কুটো’র প্রেমের গল্পে মজে রয়েছেন বাংলার দর্শক। আর তারই মধ্যে গুনগুন অর্থাৎ তৃণা সাহার ভিডিওর জন্যও যেন মুখিয়ে থাকে সিরিয়ালের দর্শক। এর আগে ‘খোকাবাবু’ সিরিয়ালে অভিনয় করেছেন তৃণা।

Exit mobile version