Site icon Jamuna Television

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ম্যানচেস্টার ইউনাইটেডের

ম্যাচটি ড্র করলেই শেষ ষোল নিশ্চিত হতো ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু তা আর হতে দিলো কোই জার্মান ক্লাব লাইপজিগের ফুটবলাররা। পুরো ম্যাচে ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের শেষ অংশ দুটি গোল খেলেও মেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লাইপজিগে।

এর আগে, ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে থাকলেও দুই মিনিটের মধ্যে দুই গোলে ম্যাচ জমিয়ে তোলে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে অবশ্য কোন লাভ হয়নি। শেষ পর্যন্ত লিগ থেকে ছিটকে পড়তে বাধ্য হয়েছে ইংলিশ জায়ান্টরা।

তবে এই হারের দায় নিজেদের ঘারেই তুলে নিয়েছেন দলের কোচ, তিনি বলেন “ঘুরে দাঁড়ানোর চেষ্টা আমরা অনেক বেশি দেরিতে শুরু করেছিলাম। এটা প্রিমিয়ার লিগের চেয়ে আলাদা। প্রতিপক্ষকে তিন গোলে এগিয়ে যেতে দিয়ে, ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করা যায় না।

Exit mobile version