Site icon Jamuna Television

শেষ হয়ে গেল রাহির টি-টোয়েন্টি কাপ খেলার মিশন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আর খেলা হচ্ছে না আবু জায়েদ রাহির। ইনজুরির কারণে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের ফিজিও জয় বিশ্বাস। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন রাহির পুরো ফিট হয়ে মাঠে ফিরতে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, বরিশালের ফিজিও আমাকে জানিয়েছেন রাহি‘গ্রেড ওয়ান’ ইনজুরিতে পড়েছে। এ ধরনের চোট সারতে কমপক্ষে সপ্তাহখানেক সময় লাগে।

মঙ্গলবার, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ইনিংসের ৯ম ওভারে বোলিংয়ে রানআপের সময় রগে টান লাগায় দৌড় থামিয়ে বাম পায়ের হাঁটু চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে রাহি। পরে দলের ফিজিও মাঠে গিয়ে পরিচর্যা করলেও তাতে কোন কাজ হয়নি। একদমই হাঁটতে না পারায় রাহিকে স্ট্রেচারে করে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়।

Exit mobile version