Site icon Jamuna Television

ঢাবি সংলগ্ন সড়কে পরিপক্ক ভ্রুণ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল সংলগ্ন শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাশে একটি পরিপক্ক ভ্রুণ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ এটিকে উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে আমরা প্রক্টরিয়াল টিম এই ভ্রুণটি উদ্ধার করি। এটি ঠিক ভ্রুণও নয় তার চেয়ে পরিপক্ক। আমি পুলিশকে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছি।

এরআগে, গত শনিবার (৫ ডিসেম্বর) জগন্নাথ হলের সামনে ড্রেনের পাশে রাস্তার উপর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছিল পুলিশ।

Exit mobile version