Site icon Jamuna Television

বাজারে আসলো অ্যাপলের নতুন হেডফোন ‘এয়ারপড ম্যাক্স’, দাম পড়বে প্রায় ৪৫ হাজার টাকা

‘এয়ারপড ম্যাক্স’ নামে নতুন হেডফোন বাজারে আনলো, টেক জায়ান্ট- অ্যাপল। যার বাজারমূল্য সাড়ে ৫শ’ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার টাকা।

তারবিহীন এই হেডফোনে এড়ানো যাবে বাইরের শব্দদূষণ। অ্যাপলের দাবি, এইচওয়ান চিপস এবং অত্যাধুনিক প্রযুক্তির কারণে ব্যক্তি একান্তভাবে উপভোগ করতে পারবেন গান বা সিনেমার শব্দমালা। আরামদায়ক হেডব্যান্ড এবং ইয়ারকাপের জন্য দু’কানের ওপর কমবে চাপ।

এছাড়া, কল রিসিভ বা হেডফোন নামিয়ে রাখলে স্বয়ংক্রিয়ভাবে গান বন্ধ হবে। থাকবে ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারির চার্জও। কিন্তু, পণ্যটির অতিরিক্ত দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। তাদের দাবি- একই সুবিধাসম্পন্ন সনি বা সেনহেইসারের হেডফোনের দাম সাড়ে ৩শ’ ডলার।

Exit mobile version