Site icon Jamuna Television

সুনামগঞ্জে কোর্ট হাজত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

সুনামগঞ্জ প্র‌তি‌নি‌ধি:

সুনামগঞ্জে কোর্ট হাজত থে‌কে ইকবাল হো‌সেন (২৮) না‌মের এক হত্যা মামলার আসামি পা‌লি‌য়ে গে‌ছে। বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদাল‌তের কোর্ট হাজত থেকে সে পা‌লি‌য়ে যায়।

পু‌লিশ সূত্রে জানা যায়, ২০১৭ সা‌লের জুন মা‌সের স্ত্রী হত্যা মামলায় জেল হাজ‌তে ছিল ইকবাল হো‌সেন। বুধবার জেলা ও দায়রা জজ আদাল‌তে হা‌জিরা ছিল তার। বুধবার দুপু‌রে আদাল‌তে শে‌ষে কোর্ট হাজ‌তে নেয়া হয়। কোর্ট হাজ‌তে থাকাকালীন অবস্থায় পু‌লি‌শের চোঁখ ফাকি দি‌য়ে হাতকড়া লাগা‌নো অবস্থায় পা‌লি‌য়ে যায়। বিষয়‌টি পু‌লি‌শের প্রথ‌মে নজ‌রে না আস‌লেও জেল কারাগা‌রে নেয়ার সময় গা‌ড়ি‌তে আসামি সংখ্যা একজন কম হ‌লে বিষয়‌টি ধরা প‌ড়ে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পা‌লিয়ে যাওয়া ইকবাল হো‌সেন ধর‌তে জেলার বিভিন্ন স্থা‌নে অভিযান চালা‌চ্ছে পু‌লিশ।
পু‌লিশ সুপার মিজানুর রহমান আসামি পালা‌নোর বিষয়‌টি স্বীকার ক‌রে‌ছেন।

Exit mobile version