Site icon Jamuna Television

আজ দৃশ্যমান হচ্ছে পুরো পদ্মা সেতু

আজ দৃশ্যমান হচ্ছে পুরো পদ্মা সেতু

সবকিছু ঠিকঠাক থাকলে আজই বসতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যান। বাকি থাকবে শুধু রোড ও রেল লাইন বসানোর কাজ।

সবশেষ স্প্যানটি রাখা হয়েছে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে। সেখান থেকেই ভাসমান ক্রেনে নেয়া হবে ১২ ও ১৩ নম্বর পিলারের কাছে। শেষ স্প্যানটি বসানো হলে সম্পূর্ণ হবে ৬ কিলোমিটারের বেশি সেতু।

কর্তৃপক্ষ বলছে, পদ্মার দুই প্রান্ত, মাওয়া ও জাজিরা এক বিন্দুতে মিলবে আজ। ৩ বছরের কাছাকাছি সময়ে সবগুলো অর্থাৎ ৪১টি স্প্যান স্থাপনের কাজ শেষ করতে যাচ্ছেন তারা।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর, ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর বসানো হয় প্রথম স্প্যান। এই সুপারস্ট্রাকচারের ভেতর দিয়েই চলবে রেল আর উপর দিয়ে থাকবে সড়ক। সব জল্পনা-কল্পনা আর অনিশ্চয়তার দূরে ঠেলে পদ্মা সেতু এখন বাস্তবতা। তাই উচ্ছ্বসিত দক্ষিণ-পশ্চিম বঙ্গের মানুষ।

Exit mobile version