Site icon Jamuna Television

তীব্র শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চল

তীব্র শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চল

তীব্র শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। মাঘের কনকনে ঠাণ্ডার সাথে বইছে হিমেল হাওয়া।সাথে ঘন কুয়াশাতো আছেই। জবুথবু জনজীবন। বিশেষ করে চর ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা চরম শোচনীয়। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

উত্তরের কোথাও সূর্য দেখা যাচ্ছে খুব অল্প সময়ের জন্য। কুয়াশার পাশাপাশি তীব্র শৈত্য প্রবাহ হচ্ছে। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বেরোচ্ছে না। ঠাণ্ডায় সবচেয়ে বিপাকে হতদরিদ্র মানুষ। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেল থেকে আবারও বাড়তে থাকে শীতের তীব্রতা। ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীত জনিত নানা রোগ-ব্যধি। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়ঃবৃদ্ধরা।

জেলার বিভিন্ন বাজারগুলোয় তেমন দোকান-পাট খুলেনি। লোকজনের চলাচলও স্বাভাবিকের তুলনায় অনেক কম। তারপরও পেটের টানে কিছু শ্রমিক ঘর থেকে বেরিয়েছেন। শীতের পোশাক না থাকায় নিম্ন আয়ের অনেকেই পড়েছেন বিপাকে।

Exit mobile version