Site icon Jamuna Television

ইতালির বিশ্বকাপ তারকা পাওলো রসি আর নেই

ইতালির বিশ্বকাপ তারকা পাওলো রসি আর নেই

ইতালির কিংবদন্তি স্ট্রাইকার ও ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক পাওলো রসি আর নেই। ৬৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন সাবেক ব্যালন ডি অর জেতা পাওলো রসি।

১৯৮২ বিশ্বকাপের ফাইনাল। পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে জেতে ইতালি। যে ম্যাচে ইতালিকে প্রথম লিড এনে দেন পাওলো রসি। তবে কেবল ফাইনাল নয় পুরো বিশ্বকাপে ছ’টি গোল করে ইতালির নায়ক ছিলেন এই স্ট্রাইকার। বিশেষ করে সেমিফাইনালে জিকো, সক্রেটিসদের নিয়ে গড়া সর্বকালের অন্যতম ব্রাজিলের সেরা দলটির বিপক্ষে হ্যাটট্রিক করে একক নৈপুণ্যে ইতালিকে ফাইনালে পৌঁছে দেন রসি।

ইতালির হয়ে ৪৮ ম্যাচ খেলে ২০ গোল করা এই স্ট্রাইকার ক্লাব ক্যারিয়ারের অধিকাংশই খেলেছেন য়্যুভেন্টাসের হয়ে। এছাড়াও এসি মিলান ও হেলাস ভেরোনায় খেলে ১৯৮৬ সালে মাত্র ৩০ বছর বয়সে অবসর নেন পাওলো রসি। ছোট্ট এই ক্যারিয়ারেই বিশ্বকাপের গোল্ডেন বল, গোল্ডেন বুট, ব্যালন ডি অর সবই জিতেছেন এই স্ট্রাইকার।

সময় থাকতে ক্যারিয়ারের ইতি টানা রসি যেন সময়ের আগেই পৃথিবীর মায়াও ছাড়লেন। ম্যারাডোনার পর কয়েক দিনের ব্যবধানেই না ফেরার দেশে পাড়ি দিলেন আরেক কিংবদন্তি ফুটবলার।

Exit mobile version