Site icon Jamuna Television

এবার ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনে অনুমোদন দিলো কানাডা

এবার ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনে অনুমোদন দিলো কানাডা

যুক্তরাজ্য-বাহরাইনের পর, বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনে অনুমোদন দিলো কানাডা। আগামী সপ্তাহেই শুরু হবে টিকা প্রয়োগ।

বুধবার কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ মাসেই টিকার আড়াই লাখ ডোজ পৌঁছাবে দেশটিতে। শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হলেও সার্বজনীনভাবে টিকাদান শুরু হবে এপ্রিলে। ২০২১ সালের মধ্যে কানাডার সব নাগরিককে টিকা দেয়া সম্পন্ন করতে চায়।

এর আগে ১৬ বছর ও এর বেশি বয়সীদের ওপর জরুরি ব্যবহারে ফাইজারের এ ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে দেশটির সরকার। স্বাস্থ্যঝুঁকির বিষয়ে নিশ্চিত হতে যুক্তরাজ্যে টিকাদান পরবর্তী পরিস্থিতিও পর্যবেক্ষণ করছে কানাডিয়ান প্রশাসন।

Exit mobile version