Site icon Jamuna Television

সানি লিওন ও ইমরান হাশমির ছেলে কলেজের ছাত্র!

সানি লিওন ও ইমরান হাশমির ছেলে কলেজের ছাত্র!

শিরোনাম দেখে কি চমকে উঠলেন? কখন সাতপাকে বাধা পড়েছিলেন ইমরান হাশমি আর সানি লিওন? তাদের আবার ২০ বছর বয়সী একটি ছেলেও আছে!

বলিউডের দুই রোমান্টিক তারকার এ ছেলে পড়েন ভারতের বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়ের অধীনে মুজাফরনগরের একটি কলেজে। খবর- জি২৪ ঘণ্টা।

সম্প্রতি ইমরান-সানির এই ছেলের কলেজের অ্যাডমিট কার্ড ভাইরাল হতেই খবরটি প্রকাশ্যে আসে।

আদতে বিহারের ওই তরুণ ইমরান ও সানির সন্তান নন। কলেজের অ্যাডমিট কার্ডের গোলমালের কারণে এমন কাণ্ড ঘটেছে।

জানা যায়, ওই তরুণের অ্যাডমিট কার্ডে কেউ ইচ্ছাকৃতভাবেই বাবা-মায়ের নামের জায়গায় ইমরান হাশমি ও সানি লিওনের নাম বসিয়ে দিয়েছে। তবে এই কাজ কে করেছে, সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রটিকেও এই কাজের জন্য সন্দেহ সন্দেহ করা হচ্ছে।

Exit mobile version