Site icon Jamuna Television

কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী

করোনার আর্থিক ক্ষতি মোকাবেলাসহ কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য সহজে ব্যাংক থেকে ঋণ পাওয়াসহ প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন।

বৃহস্পতিবার সকালে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সোসাল ক্যাম্পাইনের উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ন্ত্রী টিপু মুনশি বলেন, বিশ্ববাজারের বাংলাদেশে এসএমই পণ্যের চাহিদা আছে। বিশেষ করে পাটজাত পণ্য, হস্তশিল্পের চাহিদা দিন দিন বাড়ছে বলেও জানান টিপু মুনশী। দেশের বাজারে এসব পণ্যের বিশাল বাজার রয়েছে। সেই বাজার ধরতে এসএমই উদ্যোক্তাদের ব্যাংক ঋণ ও তহবিল পাওয়া নিশ্চিত করার কথা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন। মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে এসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘পণ্য কিনলে দেশী-লাভ হবে বেশি’-এই স্লোগানকে সামনে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাবে এসএমই ফাউন্ডেশন।

Exit mobile version