Site icon Jamuna Television

প্রধানমন্ত্রী বিশ্বকে দেখিয়ে দিলেন অসম্ভবকেও সম্ভব করা যায়: ওবায়দুল কাদের

ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করছে: কাদের

পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বিশ্বকে দেখিয়ে দিলেন বাংলাদেশ অসম্ভবকেও সম্ভব করতে পারে। এই মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই মন্তব্য করনে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বের কারণেই পদ্মা সেতু আজ পুরো দৃশ্যমান। সেতুটি নিয়ে নানা ষড়যন্ত্র হলেও কোনো কিছুই দেশের স্বপ্নকে ভাঙতে পারেনি।

পদ্মা সেতু বাংলাদেশের এগিয়ে যাওয়ার মাইলফলক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Exit mobile version