Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, বাংলাদেশের ওপরই আঘাত করা হয়েছে: ডিইউজে নেতৃবৃন্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, বাংলাদেশের ওপরই আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা সাংবাদিক ইউনিউয়নের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদী কর্মসূচি থেকে তারা এই মন্তব্য করেন। পুরোনো মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে কঠোর হস্তে দমন করে নির্ধারিত স্থান বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবিও জানান বক্তারা।

বক্তারা বলেন,ভাস্কর্য ও মূর্তি এক বিষয় নয়। কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলামের নামে ভুল ব্যাখা দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।

Exit mobile version