Site icon Jamuna Television

শাহজালাল বিমানবন্দর থেকে উদ্ধার করা আড়াইশ’ কেজি ওজনের বোমাটি ধ্বংস করা হয়েছে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার করা আড়াইশ’ কেজি ওজনের বোমাটি ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের রসুলপরে, বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে বোমাটি ধ্বংস করা হয়। এসময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়।

এরআগে বুধবার সকালে গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোড়ার সময় পরিত্যক্ত অবস্থায় বোমাটি পাওয়া যায়। পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট সেটিকে নিরাপদে সরিয়ে নেয়। তাৎক্ষনিকভাবে বোমাটি নিষ্ক্রিয় করে ধ্বংস করার জন্য পাঠানো হয় টাঙ্গাইলে।

বর্তমানে বিমানবন্দর এলাকায় এ ধরণের আর কোন বোমা আছে কিনা, তা নিশ্চিত হতে নির্মানাধীন টার্মিনাল এলাকায় চলছে অনুসন্ধান।

Exit mobile version