Site icon Jamuna Television

ঢাকার দেয়া ১৮০ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে খুলনা

টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে ঢাকার দেয়া ১৮০ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে জেমকন খুলনা। দুপুরে টসে হেরে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের ফিফটিতে ৭ উইকেটে ১৭৯ রান তোলে বেক্সিমকো ঢাকা। জবাবে ১৮০ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে খুলনা।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে মোহাম্মাদ নাইমকে হারালেও ব্যাট হাতে দলের রানের চাকা সচল রাখেন সাব্বিররা। ব্যক্তিগত ৩৬ রানে ফিরে যায় নাইম। সাব্বির করেন ৫৬ রান। আল আমিন করেছেন ৩৬ রান। এদিন ব্যাট হাতে রান করতে পারেননি দলনেতা মুশফিকুর রহিম।

মাত্র তিন রানেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।এর পর অনূর্ধ্ব ১৫ দলের ক্যাপ্টেন আকবর আলীর ৩১ রানে দলের সংগ্রহ দাড়ায় ১৭৯ রান।

বল হাতে এদিনও সাকিব ব্যর্থ। দুটি উইকেট নিয়েছেন খুলনার শাহিদুল ইসলাম

Exit mobile version