Site icon Jamuna Television

উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু

উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে জিসান নামের এক তরুণের। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জিসানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

জিসানের স্বজনরা জানান কিছুদিন আগে ঢাকায় বেড়াতে আসে সে। ঘটনার রাতে বাসে করে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে পৌছালে বাসের জানালা থেকে ছিনতাইকারী তার মোবাইল ছিনিয়ে নেয়। এসময় জিসান ও তার সাথে থাকা বন্ধু রুহুল আমিন দৌড়ে ছিনতাইকারীকে ধরে ফেলে। কিন্তু পেছন থেকে ছিনতাই চক্রের অন্য সদস্য জিসান ও রুহুল আমিনকে ছুরিকাঘাত করে। স্থানীয়দের সহায়তায় পাশ্ববর্তী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে পুলিশ কথা না বললেও জিসানের স্বজনের দাবি একজনকে আটক করা হয়েছে। আহত রুহুল আমিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

Exit mobile version