Site icon Jamuna Television

চেষ্টা করবো যেন দ্রুতই কামব্যাক করা যায়: সাকিব

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরাটা এখনও তুলির আঁচড় দিয়ে রাঙানো হয়নি সাকিব আল হাসানের। ব্যাট বলের সংযোগে কোথায় যেন এক ছন্দপতন। সাকিব নিজেও জানেন না এই ছন্দপতন কাটিয়ে কবে সুরমূর্ছনায় মাতাবেন ক্রীড়াপ্রেমীদের। তবে দ্রুত ফর্মে ফেরার আশা জানালেন এই অলরাউন্ডার।

বৃহস্পতিবার ঢাকার কাছে ২০ রানের পরাজয়ের পর কথা বলেন সাকিব। বলছেন সামনের ম্যাচে নতুন করে শুরু করবেন তারা। বলেন, টি-টোয়েন্টি মোমেন্টামের ব্যাপার। আমাদের ৩ দিন গ্যাপ আছে। সেটি কাজে লাগিয়ে নতুন করে শুরু করার চেষ্টা করবো। যদি আমরা আমাদের ভালো ক্রিকেটটা খেলতে পারি, ভালো কিছু করা সম্ভব। আমরা অল্প ব্যবধানে হেরেছি। হাতে উইকেট থাকলে শেষ দুই ওভারে ভালো কিছু করতে পারতাম।

নিজের পারফরম্যান্স সম্পর্কে উত্তরটা হাসিমুখেই দিলেন, জানি না দেখি কত দ্রুত কামব্যাক করা যায়। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি, বাকিটা দেখা যাক।

Exit mobile version