Site icon Jamuna Television

মাতাল হয়ে গোপন তথ্য ফাঁস করেছিলেন রবি শাস্ত্রী!

অস্ট্রেলিয়ার ক্রিকেট লিজেন্ড ক্রিকেটার ইয়ান চ্যাপেল দাবি করেছেন মদের নেশায় পড়ে ভারতীয় ক্রিকেট দলের গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন তাদের প্রধান কোচ রবি শাস্ত্রী।

পিটিআইকে চ্যাপেল বলেন, রবি শাস্ত্রীর সঙ্গে একদিন পানীয় পান করছিলাম। তখন সে অ্যাডিলেড টেস্টে তৃতীয় পেসার হিসেবে উমেশ যাদবকে খেলানোর কথা বলে দেয়।

একটি দল কেমন একাদশ সাজাবে ,কাকে খেলানো হবে আর কাকে খেলানো হবে না এই বিষয়গুলো ম্যাচের আগের দিন টস না হওয়া পর্যন্ত জানা যায় না। প্রতিপক্ষ যদি কোনভাবে সেরা একাদশের খবর পেয়ে যায় তাহলে কঠিন পরিকল্পনা করতে পারে।

Exit mobile version