Site icon Jamuna Television

৪র্থ আরব দেশ হিসেবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলো মরক্কো

৪র্থ আরব দেশ হিসেবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলো মরক্কো। বৃহস্পতিবার, এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেন মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানান- মরক্কোর সম্রাট ষোড়শ মোহাম্মদের সাথে টেলিফোন বার্তায় চূড়ান্ত করেছেন এই চুক্তি। এরফলে, সাহারা মরুভূমির পশ্চিমাঞ্চলে সার্বভৌমত্ব পাবে দেশটি। সেখানে, দীর্ঘদিন যাবৎ আলজেরিয়া ভিত্তিক- পোলিজারিও ফ্রন্টের সাথে মরক্কোর আঞ্চলিক সংঘাত।

খুব শিগগিরই দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরুর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীও। চালু হবে সরাসরি বিমান চলাচলও।

তবে, এ শান্তিচুক্তিতে ক্ষুব্ধ ফিলিস্তিন। তাদের বক্তব্য- এটা স্রেফ তাদের পিঠে ছুরিকাঘাত। এর মাধ্যমে বন্ধ হয়ে গেলো দুই রাষ্ট্রভিত্তিক মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার পথ। আগস্ট থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত-বাহরাইন ও সুদান।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সবসময় ঐতিহাসিক এ দিনটির অপেক্ষায় ছিলো ইসরায়েল। মধ্যস্থতার জন্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এছাড়া, বিশ্বাস স্থাপন করায় মরক্কোর সম্রাট ষোড়শ মুহাম্মদ’কেও অশেষ ধন্যবাদ। খুব শিগগিরই উভয় দেশের দূতাবাসে সহযোগিতায় শুরু হবে কূটনৈতিক তৎপরতা এবং সরাসরি বিমান চলাচল।

Exit mobile version