Site icon Jamuna Television

করোনা প্রতিরোধে ‘ফাইজার-বায়োএনটেক’ ভ্যাকসিনের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

করোনা প্রতিরোধে ‘ফাইজার-বায়োএনটেক’ ভ্যাকসিনের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র। দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আপাতত জরুরি প্রয়োজনেই ব্যবহৃত হবে টিকাটি।

বৃহস্পতিবার, ২৩ জনের একটি প্যানেল সিদ্ধান্তটি নেয়। ভার্চুয়ালি হওয়া ভোটাভুটিতে ভ্যাকসিনের ব্যাপারে সমর্থন দেন, এফডিএ’র ১৯ শীর্ষ কর্মকর্তা। তাদের দাবি, মানব শরীরে প্রতিষেধকটি ৯৫ ভাগ কার্যকর, ঝুঁকিহীন এবং পার্শ্ব-প্রতিক্রিয়াও কম। চার কর্মকর্তা প্রতিষেধকটি এখনই প্রয়োগের বিরোধীতায়। তাদের বক্তব্য- দ্রুততম সময়ে উদ্ভাবিত টিকাটি গ্রহণের আগে আরও গবেষণা প্রয়োজন।

এদিকে, অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যে সরবরাহের জন্য প্রস্তুত সরকারের গঠিত কমিটি ‘অপারেশন র‍্যাপ স্পিড’।

প্রথম চালানে- যুক্তরাষ্ট্রকে ৬৪ লাখ ডোজ দিতে প্রস্তুত ফাইজার-বায়োএনটেক। যা, ৩০ লাখ মানুষকে প্রয়োগ করা সম্ভব। এর আগে, যুক্তরাজ্য-কানাডা-সৌদি আরব ও বাহরাইন সর্বসাধারণের ব্যবহারের জন্য এ টিকাটির অনুমোদন দেয়।

Exit mobile version