Site icon Jamuna Television

রাজধানীর পুর্বাচল ৩শ’ ফিটে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

রাজধানীর পুর্বাচল ৩শ’ ফিটে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে দুই মোটরসাইকেল আরোহীকে একটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাইকটি নীলা মার্কেটের দিক থেকে কুড়িলের দিকে আসার সময় উল্টো পথ দিয়ে আসতে থাকা ট্রাকটি বাইকের সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাইকে থাকা দুইজন।

এসময়, কিছুদূর এগিয়ে ট্রাক রেখে পালিয়ে যায় চালক। পরে খিলক্ষেত থানা পুলিশ এসে ট্রাকটি জব্দ করে।

Exit mobile version