Site icon Jamuna Television

ফিফা র‌্যাংকিং-এ আবারও অবনতি বাংলাদেশের

ফিফা র‌্যাংকিং-এ দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। করোনার বাধা কাটিয়ে নেপালের সাথে ১-০ ব্যবধানে সিরিজ জেতায় ১৮৭ থেকে ১৮৪ নম্বরে উঠে এসেছিলো বাংলাদেশের ফুটবল।

কিন্তু সেই উন্নতি আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের সেকেন্ড রীতিমত উড়ে গেছে জামাল ভুঁইয়ারা। আর তারই ফল হিসেবে মাত্র ১৪ দিনের মাথায় র‌্যাংকিং-এ দুই ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৬ নম্বরে।

অন্যদিকে বাংলাদেশকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েও মাত্র এক ধাপ এগিয়েছে কাতার। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত সবশেষ র‌্যাংকিং-এ শীর্ষস্থানে কোনও পরিবর্তন আসেনি। শীর্ষ স্থান ধরে রেখেছে বেলজিয়াম এরপরের অবস্থানে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন ও আর্জেন্টিনা।

Exit mobile version