Site icon Jamuna Television

আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানে গুলি করে হত্যা করা হয়েছে মালালা মিয়াওয়ান্দ নামের এক নারী সাংবাদিককে। দেশটির জালালাবাদ এলাকায় সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার সময় তার গাড়িকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে, হামলায় নারী সাংবাদিক এবং তার গাড়ি চালক মোহাম্মাদ তাহির নিহত হয়েছেন। এই সাংবাদিক সমাজকর্মী হিসেবেও কাজ করে আসছিলেন।

তবে কি কারণে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কেউ। এ হত্যাকাণ্ডকে গুরুত্বের সাথে তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী।

রয়টার্স জানায়, নিহত মালালা মিয়াওয়ান্দের মা ছিলেন একজন মানবাধিকার কর্মী। ৫ বছর আগে তাকেও গুলি করে হত্যা করা হয়।

Exit mobile version