Site icon Jamuna Television

রংপুরে নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, শ্বশুর-শাশুড়ি আটক

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুরের বদরগঞ্জের নাগেরহাটে স্বামীর বিরুদ্ধে নববধূকে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নববধূর শ্বশুর ও শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মারুফ হোসেন জানান, উপজেলার সোনারপাড়া গ্রামের বালু সিন্ডিকেট খ্যাত খোকা মিয়া মেম্বারের পুত্র নাসিম সোনারের সাথে আড়াই মাস আগে বিয়ে হয় পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার ছড়ান কেশবপুর এলাকার সাহাদুল ইসলামের কন্যা জাহিতা খাতুন শিলার সাথে। শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শ্বশুর খোকা মেম্বার ও শাশুড়ি শাহনাজ বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর স্বামী পালিয়ে গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে স্বামী নববধূকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছিল। ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার করা যাবে।

এ ব্যাপারে নববধূর পিতা সাহাদুল ইসলাম জানান, আমার মেয়েকে বিয়ে দেয়ার পর আমার মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারে স্বামী নাসিম পরকীয়ায় আসক্ত। এর প্রতিবাদ করায় আমার মেয়েক জামাই ও শ্বশুর-শাশুড়ি মিলে পিটিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

ইউএইচ/

Exit mobile version