Site icon Jamuna Television

আওয়ামী লীগ নেতা আমিনের রোগমুক্তি কামনায় দেশ-বিদেশে দোয়া

আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের রোগমুক্তি কামনায় দেশ ও বিদেশে দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আমিনুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি প্যানক্রিয়াসের ব্যথাজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতা থেকে মুক্তির জন্য শুক্রবার (১১ ডিসেম্বর) জুমার নামাজের পর তার নিজ এলাকা লোহাগাড়াসহ দেশে ও বিদেশে রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় তাকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ৭ ডিসেম্বর সকালে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে আনা হয়। এরপর দ্বিতীয় বারের মতো করোনা আক্রান্ত হন তিনি। তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

Exit mobile version