Site icon Jamuna Television

ভারতের কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলে বিপাকে বরিস

কৃষক আন্দোলন ভারত ও পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ডনের খবরে বলা হয়, ব্রিটিশ পার্লামেন্টের এক প্রশ্নোত্তরপর্বে এ মন্তব্য করার পরেই সমালোচনায় পড়েন তিনি। নিজের এই অজ্ঞতাসুলভ ও ভুল মন্তব্যের জন্য পার্লামেন্টে এমপিদের তোপের মুখে পড়েন তিনি।

এদিন প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ভারতে বিজেপি সরকারের করা বিতর্কিত কৃষক আইনের বিরুদ্ধে চলমান কৃষক বিক্ষোভের প্রসঙ্গ উত্থান করেন ভারতীয় বংশোদ্ভূত সংসদ সদস্য তানমানজিৎ সিং দেশি।

এসময় দেশি শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কৃষকদের বিক্ষোভে নানাভাবে বাঁধা দেয়া হচ্ছে। তাদের ওপর টিয়ার গ্যাস ও জলকামান ছোড়া হচ্ছে।

প্রতিটি নাগরিকের শান্তিপূর্ণ বিক্ষোভ ও আন্দোলনের অধিকার রয়েছে- মন্তব্য করে এ বিষয়ে ব্রিটিশ সরকারের অবস্থান জানতে চান সংসদ সদস্য তানমানজিৎ।

Exit mobile version